যখন পথের খুঁজে পথে নেমে পথ হারিয়ে যায়,
যখন আশার ভিরে নিরাশার মাঝে শান্তি খুঁজে পায়।
বুকের ভিতর চাপা অভিমান যদি গলায় এঁটে রয়,
পদ্ম পাতার জল হয়ে যদি সময় গড়িয়ে যায়,
তবে সেটাই কষ্ট!

কষ্টের ভিড়ে কিছু না বলা কথা থেকে যায়,
যখন বোবা কান্না কখনো হাত দুটি বাড়ায়,
যদি অবেলায় আঁধার ঘনায় মনের আকাশে,
বুকের দীর্ঘশ্বাস যদি কখনো দূর সীমানা ছাড়ায়,
তবে সেটাই কষ্ট!

অনিশ্চয়তায় এক সাগর ধূধূ মরুভুমি হয়ে যায়,
মেঘবালিকার কোল ঘেঁষে যদি জলকণা ঝরায়,
দিনের শেষে পৃথিবী যখন আঁধারে ঢেকে যায়,
কান্নার বাঁধে বুকের রক্তনালী ছিঁড়ে দিতে চায়,
তবে সেটাই কষ্ট!

যখন স্নায়ুযুদ্ধে বাঁচা মরা নিশ্চিত হয়ে যায়,
যখন মায়ার বাঁধন ভুলে গিয়ে মন উড়ে  যায়,
সুখের ভিরে অনুভুতিগুলো যদি হৃদয় কাঁপিয়ে যায়,
যখন অসময়ের হাতে বন্ধি সময় থেমে যায়,
তবে সেটাই কষ্ট!

আড়াল করা দুঃখগুলো যখন হৃদয়ে ঝড় তুলে,
কৃত্রিম আলোয ঝাপসা চোখে এক্কা দুক্কা গুনে,
ইচ্ছেগুলো বিষাদ হয়ে যখন ফিরে আসে,
যখন ক্লান্ত পৃথিবী নিস্পলক আমার কান্না শুনে,
তবে সেটাই কষ্ট!

যখন মাঝরাতে অঝোর ধারায় হৃদয়ে ক্ষত হয়,
ভর দুপুরে উদাস মুখে শুন্যতা ছেয়ে রয়,
ভেজা মাটির গন্ধে যখন প্রকৃতি মলিন হয়,
যখন তোমার কথা ভেবে আমার মন অশান্ত হয়,
তবে সেটাই কষ্ট!