দুর্নীতির ছায়া যখন পড়ে—
মানুষের মনভূমিতে,
রাজনীতি মিশিয়া কালো জালে—
স্বার্থের গভীর গহ্বরে।

শিখেছি আমি নগরের পথে—
চাতুরীতা কী ভয়ঙ্কর,
বিকৃত মঞ্চে যত বিবেকেরা—
অন্ধকারে বাঁধে ঘর।

শাসকের মুখোশে লুকিয়ে—
লোভের তীক্ষ্ণ ছুরি,
মানুষের ঘাম-রক্তে তারা—
গড়ে তোলে সর্গপুরি।

মাঠে ঘাটে সাধারণ জনের—
অশ্রু মিশিয়া ধূলায়,
দুর্নীতির কর্কশ কুচকাওয়াজে—
হেরে যায় অবেলায়।

তবু, শিখেছি নদীর কাছে—
বাঁধ ভাঙিয়া অগ্রে চলা,
অত্যাচারের শৃঙ্খল ভেঙে—
আনিবো আলোর ভেলা।

পাহাড়ের কাছে পেয়েছি শিক্ষা—
মৌনতায় জাগে শক্তি,
চুপ করে থাকা নয় সমাধান—
দাঁড়াও রুখে দৃঢ়মতি।

মাটির কাছে পেলাম বার্তা—
কি করে হয় জমতে,
প্রয়োজনে ভেঙে ফেলিবে তবে–
বীজ লুটায় মাটিতে।

বিশ্ব রাজনীতির নাট্যশালায়—
খোঁজিয়া মুক্তির পথ,
মানুষ হয়ে বাঁচতে গেলে—
ধরিতে হইবে রথ।

অন্ধকার ছিঁড়িয়া আসিবে আলো—
ঘুচাইবে যত যক্ষের কালো,
প্রকৃতি আমায় শিখিয়ে দিলো—
জাগরনের অগ্নি জ্বালো।