জাতের মায়া, জাতের ছল,
মানুষ ভুলে, ঘরে অনল।
ওহে মানব বলো, দেখি আজ,
কিসে মেটায় এই সমাজ?

ধর্মের নামে কেবল ফাঁকি,
মানবতা খোঁজে পথের বাঁকি।
জাতের গর্বে, জাতের হান,
ভাঙছে হৃদয়, দিচ্ছে মান।

কোথায় মুক্তি, কোথায় পথ,
সত্য সে কি হারাল কভু হঠ?
শান্তির খোঁজে, মিথ্যে দ্বন্দ্ব,
বিপথগামী এই নরকন্দ।

সৃষ্টি বলে, শোনো সবে,
মানুষ হও, থাকো ভবে।
জাতের বাহিরে, দেখো তার,
যার মাঝে কর্তা সার।

আসো তবে মিলাও হাতে,
জাতের বন্ধন ছিঁড়ি সাথে।
একই সূর্য, একই আলো,
মানুষের মাঝে থাকুক ভালো।

তোমার পথ, আমার পথ,
একই স্রোতে চলুক রথ।
ভাঙবে জাতের মিথ্যে দেয়াল,
মানুষ হবো, তবেই কাল।