বেদনায় ভরা রাত্রি, নিস্তব্ধতার গান
অন্তর যন্ত্রণায় শ্বেতবৃন্দের প্রাণ !
স্বপ্নে আশা, দৃশ্যমান হয় না ভঙ্গিও;
কি আশায় তারা, জানে না তার সঙ্গীও।
জীবনের পথে ক্ষুধা, তাপে পোড়া দিনে
নীরব কান্না বহে, অশ্রুতে স্নিগ্ধ সনে!
অন্যায় শৃঙ্খলে, শোষণের চাপে চাপা
দুঃখের পিঠে কষ্ট, কপাল যার মাপা!
হৃদয়ের বেদনা, তব গর্জন শুনি
দু বেলা আহার, মায়া দেয় না করুণী
দৃষ্টিহীন নিরক্ষরা, প্রার্থনা নীরবে
যতটুকু পায়, ক্ষুধার তৃষ্ণায় ডোবে!
আলোহীন রাতে চাঁদ, হতাশার মেঘে
নিশীথ সোনালী আভা, রহে তবু জেগে!
অশ্রু সিক্ত কষ্টে, আধুনিকতার অক্ষে
দুর্মর জীবন, বিলীন ছায়ার বক্ষে!
অন্তহীন ঐ দুঃখে, অন্ধকারের ছায়া
বাঁচিয়া মরণ হলে, কিসে এত মায়া!
মর্মান্তিক দানে সবে, সৃষ্টি করে নাশ
কোন মৈর্তি আসনে, এ যে অন্ধ বিলাস!