শাস্তির বোঝা হাতে ধরিয়া,
বিচারকের নির্মম নির্ণয়,
অপরাধী খুঁজে ফেরে,
কোথা করুণার পরিচয়?
শুধাইলো রীতি, বিধানের কথা—
স্রষ্টা যেথায় করুণাময়,
হৃদয়ে যদি না বোঝে ব্যথা,
শাস্তি কি তবে সত্যময়?
আদালতে আজ সাজার বাণী,
কেঁপে উঠে অপরাধীর প্রাণ,
সেই দন্ড তলে অঝোরে পুড়ে,
দণ্ডিতের সাজানো শশান!
প্রাণ কাদিয়া উঠিল দেহের তরে,
কেনো হবো আজ বলিদান?
দায়ের জেরে বিচ্ছিন্ন বিচারক,
কেনো কৃপায় বেচেঁ কৃপণ?
সে অপরাধী, পশু তো সে নয়,
তাঁরও আছে বাঁচার অধিকার।
শাস্তির মাঝে মানবতার তরে,
পায় যদি হবে মুক্ত স্বাধীকার।
দণ্ড যখন হয়ে ওঠে কঠিন,
হৃদয় কি থাকে অটুট?
বিচারকের হৃদয় কাঁদে যদি,
আসিবে শান্তির মুকুট।
করুণার রূপ নিয়ে আসে শান্তি,
প্রেমে যদি ভরে ওঠে মন,
পরিশুদ্ধ হবে দন্ডিতের সাধন,
শুদ্ধ হৃদয়ের পণ।