ধর্মের নামে রক্ত ঝরাও, ভাইকে দাও কাঁটার ব্যথা,
পৃথিবীর বুকে মানুষ হয়েছি, হরিয়ে গেলো সত্তা!
একই রক্ত, একই মাংস, সবার তো একই প্রাণ,
তবু কেন ধর্মের নামে, উড়ছে যেনো হিংস্র নিশান?
মুসলমান হোক বা হিন্দু, সবার ধর্ম মানুষের তরে,
ধর্মের বিধানে নেই যে বিদ্বেষ, শান্তি বহে কোরে।
তবু কেন এই দেশজুড়ে লাল রক্তের হোলি খেলা,
ক্ষমতালোভী যুদ্ধে ঢালে, ধর্মের নামে মিথ্যা ফেলা।
বাংলা, ভারত, সবখানে কেন ছড়ায় দ্বন্দ্বের বিষ,
ধর্মান্ধতার অন্ধকারে বাঁজছে শোনো শোষকের শিস।
কেউ চায় না মানুষ থাকুক, মিলেমিশে এক সুরে,
তাদের চক্রান্তে লাগায় আগুন, ধর্মের অশান্তি ঘিরে।
ভাঙো এই বিভেদের দেয়াল, আলোর পথে চলো সবাই,
মানুষের আগে মানুষ হই, তবেই তো ধর্মের পরিচয় পাই।
ধর্ম তো দেবে শান্তির বানী, করবে না বিভেদ আর,
মানুষের তরে ধর্ম গড়ি, তবেই হবে মুক্তির পারাপার।
আজকের ওই ধর্মযুদ্ধ, নিছক মিছের কারসাজি,
একটাই আজ মুক্তির পথ, মিশিয়া মানবতায় বাজি।
ক্ষমতার লোভে কাতর যারা, লাগায় ধর্মের গলায় ফাঁস,
তাদের ছিঁড়ে বীজ বুনতে হবে, মনুষত্যের ইতিহাস।