দেখি আমি দুটি পথের মধ্য দোলায়,
কোন পথে যাই, কোনটি যে সঠিক?
মনে জমেছে শত আক্ষেপের মালা,
সম্মুখ দিকে চলি, পড়ে থাকে অতীত।
মেঘের ছায়ায় ঢাকা পড়ে দৃষ্টি,
নির্ঘুম রাতের স্বপ্নহীন দুটি চরণ,
যে পথ ধরে পা রাখি একা সন্তরণ,
আনন্দ কি আজ ধরা দেবে মরণ?
শান্ত নদীর ঢেউ খেলে দূর পানে,
আলো ঝরে আসে দুর্বার এক দিনে,
কোন পথে সেই অমৃতের অনুরণে,
অন্ধকার কি আজ ভাঙবে মম পানে?
হৃদয়ের বাঁধন ছিঁড়ে চলে দেহ মন,
সুখের আকাঙ্ক্ষায় যেন ব্যাকুল পণ।
যে পথের শেষে শান্তি লুকায়ে বেড়ায়,
সেই পথ আজ খুঁজে ফিরি অজানায়!
তবু দাঁড়াই সম্মুখে দ্বিধায়,
বিজয়ের গান কি গাইতে পারি?
নাহয় থাকুক আক্ষেপের ছায়ায়,
একদিন হয়ত মিলবে!
শত অনন্ত প্রভাতে জ্বালিয়ে আলো!