আমরা স্বাধীন, শৃংখল বেদুঈন, না কারো পরাধীন?
আমরা সূর্য, করে দেই ভষ্ম, জানি মৃত্যু অনিবার্য!
না করি ভয়, আনবো বিজয়, নষ্টের ঘর্ষণে হবেনা অক্ষয়!
আমরা বজ্র, আমরা ঝান্ডা, করি দানবের নাশ!
আমরা সাইক্লোন, আমরা তুফান, অনিব প্লাবন, করিব গ্রাস!
নাহি কোনো দল, বুকে ভরা বল, দুর্বলকে করি সবল!
আমরা অজয়, উড়াই নিশান, কাটাহেরি পথ করিয়া দূর্জয়!
আমরা মশি, আমরা ঘূর্ণি, তেজশ্রী করি এই পঞ্চ শশী!
আমরা আগ্নেয়গিরি, ফাঁড়িয়া পর্বত হেরি, করি লাভার সৃষ্টি!
মোরা অসি, করি কর্তন, পিচাষিণীর দূর্গ বিনাশী!
আমরা অগ্নি, পুড়াইয়া করি ছাই, গড়ি নূতন লগ্নি!
মোরা সিক্ত, বহে ফুটন্ত রক্ত, প্রতিশোধে হই পাথর শক্ত!
মোরা ঝর্না, করি টল টল, করি বিজয়ের কান্না!
মোরা আগ্নেয়াস্ত্র, করি হুংকার, ছাড়ি দুর্গভেদী মরণাস্ত্র!
মোরা বিচারক, ফেরাই হক, প্রচিরভেধী দুর্বলের রক্ষক!
পঠভূমি: কোটা বৈষম্য বিরোধী আন্দোলন ২০২৪।
অনলাইন প্রকাশনা ০৪ আগষ্ট ২০২৪