তুমি পাশে নেই, তবু আছ— এই নীরব ঘরজুড়ে খেলা করে তোমারই ছায়া।
প্রতিটি দেয়ালে, প্রতিটি নিঃশ্বাসে তোমার অস্তিত্ব যেন মায়ার মতো বাঁধা।
ঘড়ির কাঁটা এগিয়ে চলে, তবু আমার সময় থেমে থাকে।
তোমার প্রতীক্ষায়, প্রতিটি প্রহরে আমার হৃদয় জ্বলে অব্যক্ত বেদনায়।
তুমি এসে বসেছো যেন চুপচাপ, অদৃশ্য হয়ে থাকা স্মৃতির মতো।
তোমার স্নিগ্ধ হাতের স্পর্শে— আমার সব যন্ত্রণা মুছে যাবে।
আমার রাত ভরে থাকে তোমার গান, প্রতিটি তারার চোখে তোমার প্রতিচ্ছবি।
তোমার জন্য রাখি আমার সব অভিমান— যেন তুমি এসে ঠিক ভাঙিয়ে দেবে তা।
আমার প্রতিটি ভোরে তোমার নাম, তোমার মৃদু হাসির প্রতীক্ষায় জাগি।
যেন সেই হাসির শীতল পরশে আমার এ অপেক্ষা মুছে যাবে একদিন।
তুমি নেই, তবু আছ হৃদয়ে বাঁধা— তোমার স্মৃতিতে আমি প্রতিদিন হই নতুন।
এ অপেক্ষা যেন এক অসীম নদী, যা ছুঁতে চায় ভালোবাসার তীরে।
তুমি দূরেই থেকো বা কাছে এসে বসো, আমার এই প্রতীক্ষার সুর শেষ হবে না।
তুমি জানো—আমার সমস্ত সময় তোমার ভালোবাসার অপেক্ষায় থেমে আছে।
আমার প্রতিটি রাত, প্রতিটি দিন— তোমাকে নিয়েই স্বপ্ন আঁকা।
তোমারই স্মৃতি, তোমারই প্রতীক্ষা— আমার ভালোবাসা যেন তোমারই ছায়া।