শাহানাজ সুলতানা
আমি যুদ্ধ দেখিনি, আমি দেখিনি দূর্ভিক্ষ ,
তবে আমি মহামারি নোভেল করোনা দেখেছি ।
রাস্তায় বের হতে আজ বড় ভয়
চাইলে এখন কাউকে আর বুকে টেনে নেওয়া যায় না
মিলানো যায় না হাতে হাত।
গণপরিবহনে উঠতে ভয়ে আৎকে ওঠে বুক
কাচা বাজরে, ডাক্তারের চেম্বারের ওই গণচেয়ারটায়
নাজানি কোথায় ওৎ পেতে আছে নোভেল করোনা!
সময় কাটাতে সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে ঘাপটি মেরে পড়ে থাকি,
সেখানে দেখতে পাই নানা রকম ভিডিও, নানা রকম লেখা
দেখি ক্ষুধাতুর শিশুর আর্তনাদ।
রুগ্ন পিতা-মাতার করুণ আত্মচিৎকার,
দেখতে পাই ত্রাণ আনতে গিয়ে ধর্ষীত যুবতীর আত্মকথা।
দেখি দরিদ্র মাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চমৎকার দৃশ্য
দেখি হতদরিদ্রের পঁচা ভাত শুকিয়ে চাল বানানোর নির্মম কৌশল।
আমি যুদ্ধ দেখিনি, আমি দেখিনি দূর্ভিক্ষ ,
দেখেছি টেলিভিশনের পর্দায় ত্রাণ বিলানোর দারুণ চিত্র
দেখেছি গরিবের ধন বুভুক্ষু নেতাদের
সিন্ধুকে তোলার অসাধারণ অরাজকতা কৌশল।
দূর্ভিক্ষ নয় তবু সমাজে আজ দূর্ভিক্ষের গন্ধ,
যুদ্ধ নয় তবু চলছে জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই।
সব দেখে দেখে আজ আমি বড় ক্লান্ত,
নিজের প্রতি আজ নিজেরই বড় করুণা হয় ।
অবশ্য একদিক থেকে বেশ আছি
বাতাসে কালো ধোঁয়া নেই, গাড়ির বিশ্রী হর্ণ বাজছেনা
মানব সৃষ্ট বর্জ ভান্ডার হ্রাস পেয়েছে বহুযুগ বহুযুগ পর
মোড়ের দোকানে নেই মানুষের কোলাহল,
কেবল শান্ত একটি গ্রহ
পৃথিবী নামক গ্রহটি অপরূপ সুন্দর রূপ নিয়েছে।
পৃথিবী কে শাপ মুক্ত করতে গিয়ে
বিধাতা একটি ভয়ানক অনিয়ন্ত্রিত সময়ের সাথে
বেঁধে দিয়েছেন আমাদের সময়
নোভেক করোনা পৃথিবীর শৃঙ্খল ঠিক করতে বড্ড উত্তল,
সৃষ্টহীমায় স্বয়ং সৃষ্টি সেরা জীবের
কাল হয়ে দাঁড়িয়েছে কোভিট নাইনটিন।
২৯ আগস্ট২০২০