বাতাসে ভেসে বেড়ানো প্রেম প্রেম গন্ধে
ছন্দে ছন্দে দোলে প্রজাপতি মন।
ছুটে ফেরে দিগন্ত প্লাবিত আকাশের নীল ছুঁয়ে
                        সবুজ ফসলের প্রান্তরে।
পুষ্পসম প্রস্ফুটিত প্রভাত  রাঙায় হৃদয়,
নয়নে আঁকা প্রেমময় ছবিটা হয়ে ওঠে  উজ্জীবিত।
কানে কানে  চুপি চুপি বলে যায়
আমার একটা পৃথিবী চাই, দেবে কী আমায় এক পৃথিবী ?
মৃদু বাতাস না  করে যেনো, কোনো কারচুপি !
পৃথিবী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে
কেউ হয়তো এনে দেয় একশ আটটি নীল পদ্ম,
জীবন রাঙায় অনাবিল গল্প গানে
শব্দের উপর শব্দের মালা গেঁথে লেখে কবিতা-
                      ভালোবাসার ব্যাপক আয়োজনে।
চোখে চোখ রেখে হাতে হাত রেখে কথা দেয়
বৃষ্টির একটানা গানে ভিতর-বাহির হেঁটে যাবে দুজন,
কফির পেয়ালা সামনে  কথা হবে অবিরল।
কত স্বপ্ন কত আশা নিয়ে চলতে চলতে
         দুচোখে আগামীর স্বপ্ন আঁকতে আঁকতে
হঠাৎ আসে দমকা ঝড়,তচনচ হয়ে যায় সুদুর প্রসারি শত ভাবনা
অকারণ ভুল বুঝে  হৃদয় ভেঙে হয় খানখান।
ভালোবাসা শেষ হয়ে-যাওয়ার শেষ কথায়
বিরহের অনল জ্বলে, আবছা ভাসে কোনো মুখ।
অভিমানে ভারি হয় দেহ-মন।
বিরহী প্রাণ নৈঃশব্দে বয়ে চলা-
                সময়ের খেয়ায় ছায়াপথ মাড়িয়ে
সীমাহীন দিগন্তের মাঝে জীবন দ্রুত বদলে যায়।
বিধুর শূন্যতায় অষ্টপ্রহর তোলে সুর প্রাচীন সঙ্গীতে
একাকী কানে বাজে ঝরাপাতার মর্মর।
প্রকৃতির কথায় পুঞ্জিভূত আশা বিহ্বল দিশেহারা,
রক্তিম সন্ধ্যায়  ভাবনারা ছোটে স্মৃতির পাতায়!
২০ আগস্ট ২০২২
বানিয়াখালী