ভেবে ছিলাম তোমার ভালোবাসার আগুনে পুড়ে
শুধরে নেবো আমার আপাদমস্তক
অবলীলায় পরিবর্তন করে নেবো পিছনের সব দোষত্রুটি
অতএব তুমি ভালোবাসার হাত বাড়ালে
গোধূলি আবির মেখে এক অনাবিল উদ্দাম বেগে
বয়ে চলচ পানসী আমার,
নদীর কুলুতান কানে কানে বলে গেলো
আজ শাপ মুক্তির দিন এসেছে
ভৈরবী জলে নেয়ে হয়ে নাও পুতপবিত্র।
একটু পরেই সন্ধ্যার অন্ধকারে
ছেয়ে যাবে চারদিক
তারপর আসবে এক সোনালী সকাল,
আলো ঝলমলে অপরূপ এক সোনালী সকাল।
জানো তো আগুনে পুড়তে পুড়তে ভালোবাসা একদিন খাঁটি হয়।
কিন্তু কে জান্ত ভালোবাসা আগুনের মতো,
সব পুড়িয়ে দেয় তার আঁচে।
তারপর ক্লিষ্ট সারশূন্য দেহমন তিমিরের গহীনে বেদনার ইতিহাস আন্দোলন সংগ্রাম
ভিন্ন ভাবে হৃদয় পুড়া গন্ধ অনুভব করে, নিজেকে দগ্ধ করে
ভালো না বাসলে কোন দিনও বোঝা যেতো না,
ভালোবাসার অন্তরালে আছে দমনের এক বিষাক্ত তৃপ্তি।