ও ভাই টুনটুনি
              টুন টুন টুন
দোয়েল মুখে শুনেছি
তোমার গুণাগুণ।

ডুমুর পাতার ফাঁকে
বানাও তোমার বাসা
কোন সুতোয় বুনা!
দেখতে লাগে খাসা।

মিষ্টি সুরে বেড়াও গেয়ে
এ ডাল হতে ও ডাল
পাখি তোর দেখা মেলে
আসলে গ্রীষ্মকাল।

৩১ মে ২০১৭