যে প্রেম স্বর্গ থেকে নেমে আসে
সে প্রেমে কেন আঁধার ঘুঁজির বুকে লুকায় মুখ,
বেদনা বিধুর অথৈ পাথারে ভাসে!

যে প্রেম সৃষ্টির রঙিন স্বপ্নে হাসে
সে প্রেম কেন হাঁটে কষ্ট নিলাঞ্জনের পাশে।

যে প্রেম ফুলের সুবাস চাঁদের হাসি
স্নিগ্ধ শিশির শরৎ বেলার  
যে প্রেম অন্ধ হয়ে,গড়ায় সবুজ ঘাসে।
সে প্রেম কেন অকারণ মাটিতে লোটে!

যে প্রেম সৃষ্টি আর স্রষ্টার  মাঝে অটুট বন্ধন-
সে -প্রেম কেন  সূর্যের আড়ালে মুখ  লুকায়
কুঁড়ায়  অপবাদ
চলে স্মৃতির আস্ফালনে বুক ফাটা ক্রন্দন?

যে-প্রেম স্রষ্টার ইশারায় হৃদয়ে হৃদয় গাঁথে
সে-  প্রেম কেন মুছে যায়,
নিয়তি কেন যায় না খন্ডানো?

তবু শাশ্বত প্রেম নেমে আসে স্বপ্নের  সোনালি সিঁড়ি বেয়ে
প্রেম  আসে পাহাড় চূড়ার পাষাণ প্রতিমা ছুঁয়ে,
প্রেম আসে  নীল কষ্ট ছায়ায়  ধবল পূর্ণিমা রথে
প্রেম আসে যুগ যুগান্ত ধরে অদৃশ্য  সুতায় মালা গেঁথে
সে আসে,আসবেই আসবে, হৃদয় ভাঙার গর্জন তুলে।

৩ সেপ্টেম্বর ২০১৮