এতোকাল ধরে জোর করে চাপিয়ে দেওয়া
তোমাদের অনেক নিয়মই মেনেছি
আজ আর কোন নিয়ম আমি মানিনা।
সমস্ত নিয়ম ভেঙে আজ আমার এ এগিয়ে চলা
ঘাত-প্রতিঘাতের বেড়াজালে
নিয়ম ভাঙার খেলাটা বেশি রপ্ত করতে শিখেছি
এখন অভিধানের যত শব্দ তা সব
আমারি অনিয়মের ব্রাকেটে বন্দী।
না আজ কাউকে পরোয়া করিনা;
তোমরা আমায় উশৃংখল বলবে বলো
তাতে আমার কিছুই এসে যায় না।
আমি দেখেছি অনিয়মের তেজস্ক্রিয়তা
দেখেছি নিয়মের রোনাজারি।
এখন আমি সৃষ্টি করি সূত্র থেকে বিন্দু,
বিন্দু থেকে বিসর্গ।
আমি দেখেছি সমাজধারীদের নিয়মের মাঝে অনিয়মের ঠোস
দেখেছি জীবন্ত মানুষের কুরে খাওয়া জিন্দালাশ।
ওদের নিয়মের মাঝে অনিয়ম অনিয়ম খেলা দেখেছি
জগৎ সংসারে ভাঙা-গড়ার খেলা খেলতে
আমিও আজ ভীষণ ভালোবাসি।
না আমি ঈশ্বর হতে চাইনা-
আমি তো ঈশ্বরের সৃষ্টি এক নগণ্য মানুষ মাত্র।
হে বৈদান্তিক তোমাদের এই জন-সমুদ্রে দাঁড়িয়ে আজ আমি চিৎকার করে বলছি
দেখেনিও এই আমিই একদিন
মহাকালকে টেনেহিঁচড়ে নিয়ে আসবো আমারি পায়ের কাছে
এউ আমিই সৃষ্টি করবো
শৃঙ্খল ভাঙার নতুন পান্ডুলিপি।
২২ আগস্ট ২০১৯