ভোরের সোনালি সূর্য করে আহ্বান
গুন গুন সুরে, গায় কোন গান
মাগো আজ তোমার জন্মদিন
আমার মনে বাজে এই সুর বীণ।
এই দেশে এই মাটি এই নদী এই জল
ভালোবেসেছি আকাশ, এই ফুল ফল;
শরতের সাদা মেঘ, বাউলের গান
শালিকের শিস শিসে, জুড়ায় যে প্রাণ |
সোনার চেয়ে দামি, আমার বাংলার মাটি
সারা দেহে মেখে আমি, হই আরো খাঁটি
সবুজের ঢেউয়ে ঢুউয়ে ঘুরি সারাদিন
হাজার স্মৃতি ছোঁয়া মন, কতো যে রঙিন।
আমি শেষ নিশ্বাস ফেলে, এই বাংলায়
এমাটিতে আমার দেহ, যেনো মিশে যায় |
১৬ ডিসেম্বর ২০১৭
সময় সকাল ৬.২০