এই মাটি আমার মা
ফুল, পাখি, ঘাসফুল, বুনোলতা
এরা আমার প্রাণের সহদর
এই পাহাড় এই সাগর, এই নীল আকাশ, পদ্মা, মেঘনা, যমুনা
আমার আত্মার আত্মীয়।
ওই যে বটবৃক্ষটা দেখছ ও আমার খেলার সাথী
ওর জাফরি ঝুলানো ঝুরিতে কত খেলেছি দোলনা দোলা খেলা
শীতল ছায়া উদাস দুপুর ক্লান্ত বিকেলে স্নেহের পরশ বুলিয়েছে সারা দেহে,
এই মেঠো পথ আমার শৈশব কৈশরের অনন্ত প্রেম।
এই যে, তোমরা যাকে দূর্বাঘাস বলছ ও আসলে ঘাস নয়
ওই দূর্বাদল আমার মায়ের তুলতুল সোনা অঙ্গ
কচি সবুজ ধান এ আমার মায়ের শাড়ি
ওই যে নদীটা ওটা মায়ের মমতার আঁচল। শিরিশ ফুল কানের দুল,নয়ন তারা নাকের ফুল,
ঝর্ণা মায়ের পায়ের নূপুর
কাঁঠাল চাপা হাতের বালা,
দেখেছ আমার মা, এখনো কেমন তন্বী?
আমার মায়ের মত শ্যামল কোমল এত লাবণ্য
এত রূপসী মেয়ে আমি আর কোথাও দেখিনি
ভাবছ আমার মা, তাই এত গুনগান, তাই না?
তোমাকে নিমন্ত্রণ, একবার এসে দেখে যাও
আমার মায়ের মত এত স্নেহ মমতা আর কোথাও নেই
এমন স্নেহ, এমন ভালোবাসা, পাবে না আর কোথাও
আমার বিশ্বাস আমার মায়ের কোলে মাথা রাখলে এ মমতাময় আঁচল ছেড়ে তুমি আর কোথাও যাবে না।
২৬ ফেব্রুয়ারি ২০১৮
সময় বিকেল ৪.৪৫