শতাব্দীপারের সভ্যতার শিখরে দাঁড়িয়ে
কি দারুণ বদলে যায় সময়
জীবন বদলে যায় জীবনের শেষ বেলা।
মানব-মানবীর অবক্ষয়ের বিচার করে
অনিশ্চিত আগামী, থাকে প্রমের নামেই সৃষ্টির উল্লাসে।
সুরের আবির্ভাবে পাখির কূজনে!
ঝর্নার কলতানে,তটিনীর স্রোতে,
পাহাড়ের কান্নায় , ঝড়ের মর্মতায়;
আমরণ সংগ্রামের অস্তীত্বে
প্রতিমুহূর্তের দাবীদারের দাবীতে
যেন মৌলিকতা একান্ত তারই!
প্রেমপিয়াসী মন, মনের গহীন অরণ্যে,
রৌদ্রবিহীন এক চিলতে খোলা আকাশ
দিগন্ত প্লাবিত চবুজ মাঠে
চাষ করে যায় অমর প্রেমের কবিতা।
একদিন যে হাত ধরার অধিকার ছিলো
সময়ের ব্যবধানে অধিকারগুলো কেমন বদলে যায়!
ঝর্নার কলতানে,তটিনীর স্রোতে,
পাহাড়ের কান্নায়-
ভাবেনি মানব একবারও প্রকৃতির শিক্ষকতা
জীবনাচারণ দেখে,লড়াই-ই বৈশিষ্ট্যে সুরের কারণ!
সুপ্তের গুপ্তেই জীবনের ধারণ, বাহন
রাতের অন্ধকারে ষোলোকলায় পূর্ণ হয়
মায়াবী জ্যোৎস্নার উদ্ভাসিত আলোয় পথ দেখালে
পূর্ণগ্রাসী চাঁদ পূর্ণিমা
বেঁচে থাকার নামই সুরের অবলম্বন।
সময়ের প্রয়োজনে মানুষ কত মিথ্যে কথা বলে!
আবার কত সত্যি কথা সময়ের বিবর্তনে মিথ্যে হয়ে যায়!