ভাঁটফুল মন ঘুঘুরের মত কেঁদে ফেরে
সবুজ ধানক্ষের মাড়িয়ে
যখন ডুবে যায় কৃষ্ণ দ্বাদশীর চাঁদ।
ঝাউ পাতা কাঁপে থর থর,
পানকৌড়ির ডানা মেলে ভেসে যায় প্রেম
সাগরের নীল জলে।
জানিনা সে এসেছিলো কাছে কোন মোহ-মায়ায়
কোন অজানা ছলে।
শঙ্খচিল হয়ে ডুকরে ডুকরে মরে হৃদয়
সাদা বক সে
ভাঙা পালক ঝাপটায় নীড়ের আশায়
বুনো ঝড় সব করে তচনচ
শুধু শূন্য খোলস শূন্যে পড়ে রয়।
২৯ মে ২০১৮