ওগো সূর্য রং স্বপ্নমুখী
কোন স্বপ্নে বিভোর তোমার মন?
তুমি নীরবে নিভৃতে বানাও শব্দের হরেক অলংকার।
কারলাগি গাঁথ এ শব্দ মালা?
চন্দ্রমুখী জোছনা চাঁদের খুঁজি রূপালি বর্ণমালা।
পুষ্পের সুরভিতে খুঁজি প্রেম।
সাগরের লোনাজলে রচি কাব্য বাসর
আর রঙধনু রঙে আঁকি
ভালোবাসার বর্ণালী ছবি।
সারথি আমার
এসো আকাশের গায়ে হেলান দিয়ে
ঘাসফড়িঙের ডানায় সবুজের স্বপ্ন দেখি
শাওনের অঝর ধারায় ধুয়ে নেই কলুষতা যত।
আঁধারের কালি নিয়ে প্রেয়সীর চোখে
এঁকে দেই ভালোবাসার অঞ্জন,
ধরিত্রীর আঁচলে আঁকি নিসর্গের ছবি
তটিনীর জলে লিখি প্রিয়তমার কাছে প্রেমপত্র।
পরাগ মাখা প্রজাপতির পাখায় লিখি
আমার প্রিয় বাংলাদেশের গল্প।
১১ আগস্ট ২০১৯