শাহানাজ সুলতানা
দুয়ার খুলে দেখি লতাপাতা ফুল আর ছোট্ট একটা নদী
স্মৃতির খেলায় স্মৃতির মেলায় নদী বইছে নিরবধি।
স্মৃতির উপরে স্মৃতির বোঝা কখনো স্মৃতি সেরা
কখনো স্মৃতি অলিক সুখকর, কখনো দুঃখ ঘেরা।
ভাসে স্মৃতি শৈশব দোলায়, কৈশোর করে খেলা
দক্ষিণ হাওয়ায় পাল উড়িয়ে, আসে তারুণ্য মেলা।
বসন্তের রং লাগিয়ে এক, ভোরের ফাগুন যায় ছুঁয়ে
প্রলয় বেলায় স্মৃতির ভূলোকে পড়ে জীবন নুয়ে।
বিচিত্র পৃথিবী কত সুন্দর অরূপ রূপের সমাহার
চাপা ক্রন্দন মুছে ফেলে মন জাগ্রত হয় বারংবার
কখনো জীবন পারিজাত হয় ভেবে ধাতার বাণী
শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন সবি তাঁর দান জানি।
স্বপ্নঘোরে দিন বয়ে যায় আলোক স্বপ্ন পূরণের আশে
স্মৃতির নদীর উথাল জলে খড়কুটো হয় স্মৃতি ভাসে।
প্রকৃতির ইচ্ছায় ফুলের রেণু পরাগ দেবে না ফুরাতে
প্রতিভার যাবো স্মৃতি রেখে, আমারে দেবোনা হারাতে।
১২/ ১২/২১