ফেব্রুয়ারির একুশ তারিখ শিশির ভেজা ঘাসে
বাংলা মায়ের চোখেরমণির বুকের রক্তে ভাসে।

মায়ের মুখের ভাষা ওরা কেড়ে নেবে বলে
জোট বেধে তাই সারি সারি মিছিলে যায় চলে।

হঠাৎ করেই বুলেট যেন বৃষ্টি হয়ে ঝরে
বাংলা মায়ের দামালেরা লুটায় মাটির পরে।

মাতৃভাষা আনতে গিয়ে জীবন দিল যারা
বরকত, সালাম,রফিক, মাণিক রতন ওরা।

ওরা মায়ের মান রাখতে বিলিয়ে দিলো প্রাণ
ভায়ের ত্যাগে পাওয়া মোদের এমন মধুর দান

স্নিগ্ধ হেসে ভালোবেসে বলছে আমার মা
গলা ছেড়ে আজকে তোরা প্রাণেরই গান গা।

শাহানাজ সুলতানা
২১/০২/১৫