৪২. শত বছর পরে
শাহানাজ সুলতানা

কাশফুলগুলো দুলছে বাতাসে
আকাশে ঝিকিমিকি তারার মেলা
জানালায় টগর বেলীর সুবাস
               আজ ৯. ৯.১৮
অর্থাৎ ৯+৯=১৮
আজ শতাব্দীর ঝিলমিল তারোকালোকের বৃষ্টিমুখোর  শ্রেষ্ঠ  মিষ্টিরজনী
এ রজনী ফের যেদিন ফিরবে
সেদিন তুমি আমি রবো না ধরণীর পারে
         রাখবো না হাতে হাত, চোখে চোখ
গুনবো না অপেক্ষার প্রহর
তবু প্রকৃতির নিয়মে ফিরবে এ দিবস রজনী
খুব ভাবছি আমি
        তুমিও কি ভাবছ আমারি মত?

ফের যেদিন আসবে এই দিন
সেদিন আমাদের দেখানো পথে
গুনবে কি প্রহর কোন কপোত-কপোতি?
গাইবে কি গান গুন গুনিয়ে ?
           মান অভিমানে ঘুরাবে মুখ!
অমানিশির আকাশ ফুড়ে
আর কিছুক্ষণ পরেই জেগে উঠবে মায়াবতী  চাঁদটা

এই এসো না এ দিবস রজনী স্মরণীয় করে রাখি
চলো ওই চাঁদের আড়ালে হারাই অভিসারে।
না আজ কোন ঝগড়া নয়,নয় কোন মান  অভিমান
হাত রাখো হাতে, চোখ রাখো চোখে
ঠোঁট রাখো ঠোঁটে
আজ শুধুই প্রেম প্রেম হলি খেলা
                আজ গল্প বলার প্রহর।

এই দেখো না নদীর জলে কেমন
ঝিলমিলিয়ে চলছে জোছনার অভিসার
দূর্বার বুকে শিশিরের
ঘাসফুলেরও নেমেছে প্রেম যমুনায়
বিকের একপশলা বৃষ্টির জমে থাকা জলে
           চলছে ব্যাঙ দলের অভিসার
পাশের ঝোঁপে শিয়ালের অভিসার
শঙ্খচূর দম্পতি মেতেছে শঙ্কে
জানালার কপাট গলে
বিছানায় আলো ছায়া খেলা
শুনশান নীরবতা চার ধার
একটু পরেই বিদায় নেবে ৯.৯.১৮
আজ হতে শত বর্ষ পরে আনবে কি কেউ স্মরণে
রাখবে কি কেউ মনে, মান ও অভিমানে।

৯.৯.১৮