শীত আমজে এলো পৌষ
পিঠা খাওয়া ধুম
রাত দুপুরেও দুটি চোখে
নাই যে কোন ঘুম।

খেজুর রসের পায়েস হবে
খাবো আয়েশ করে,
চিড়ে মুড়ি নেবো আমি
কোরচ ভরে ভরে।

১৭/১২/২০১৭

স্থান জেলা পরিষদ কার্যালয় খুলনা
সময় বেলা ৩.২৩