🤲''রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা'🤲
❤ উৎসর্গ আমার মা সহ পৃথিবীর সকল মাকে ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
মনে পড়ে সেই দস্যি সময়
আম কুড়ানোর বেলা
বিষম ঝড়বৃষ্টি মাথায় নিয়ে
কাল বোশেখীর খেলা!
এপাড়া থেকে ওপাড়া ময়
ছিলো যত ছুটাছুটি
এপাড়া ওপাড়ার ছেলে-মেয়েরা
দল বেঁধে হতো জুটি।
কড়কড় কড় বিদ্যুৎ চমক
পড়েছে কোথাও বাজ
মা আমার ফেলেছে ছুড়ে
হাতের সকল কাজ।
কোরচ ভরে কুড়ানো আমে
ভরেছি উঠাণ কোণ
উঠতো ভিজে ব্যাকুলিতায়
মায়ের দুই নয়ন।
কাছেটেনে মা চুমায় চুমায়
ভরে দিতো সারা দেহ
মায়ের তুলনা মা যে শুধুই
আর নয় তো কেহ।
সেদিন মায়ের আদর শাষন
মনে হতো বড় বিষ
সেই সোনা দিন মন আঙিনায়
আজ দিয়ে যায় শিশ।
সাধ হয় আজও মায়ের কোলে
ঘুমাই মাথা রেখে
রাজ্যের যত গল্প আছে
দুচোখে যাবে এঁকে।
সময় জীবন বহমান নদী
নিরবধি চলে বয়ে
সময়ের তানে সময় কেন
যায় যে ক্ষয়ে ক্ষয়ে!
আবর্তনের ঘূর্ণি চাকায়
বুকে বাজে সেই বীণ
মায়ের বকুনি মায়ের শাষন
কোথা গেলো সেই দিন।
সন্তানের জন্য ভাবনা যখন
আমাকে ফেলে ঘিরে
মায়ের সেই মায়াময় বদন
বারেবারে আসে ফিরে।
সন্তান লাগি ভাবনারা বুঝি
এমনি খায় কুড়েকুড়ে
সময় স্রোতে পিতা-মাতা হয়
তবু থাকে অন্তর জুড়ে।