এস সুলতানা

সময়ের গাঙচিল মেলেছে ডানা
যবনিকা আবরণে আদৃত
যাদুকরী সাদা সাইনবোর্ডে
তুলেছে বুলবুল মাতন এক মেঘবালিকায়।

এই দুঃসময়ের অরাজকের মাঝে
কেন খোঁজা রাজক?
দিব্যি আছি নস্যি দিয়ে নাকে
কেন অহেতু, ভাঙাও ঘুম!
ওই অঙ্গার আটি নিয়ে কেন মাতামাতি?
জাগেছে দিবাকর, আসবে সন্ধ্যা
নিশিও যাবে কেটে
সময় চলবে সময়ের নিয়মে গাতানুগতিক
তবু কেন উত্তাল পলাণ্ডু আতঙ্কে?
প্রেশার বড় হাই নিশিদিন ভাবনা।

জলজ দুপুরে নিষ্ফল আস্ফালন
শুনেছ কি এ পূন্য ভূমিতে
যে বাড়ে একবার
সে আর মাটিয়ে রাখে পা?
বৃথাই অপেক্ষার সংসার চায় চাতক পানে
কেন বোঝোনা গোয়াড় স্বর্গের তৃণ
বিলাসী বাসির , /তোমাদের নয়।

যদি থাকে হিম্মত নামো যুদ্ধ ময়দানে
জেনে যাক সময়ের গাঙচিল
সময়ের হাত ধরে বদলায় সময়
ভেঙে সিন্ডিকেট গৃহস্থালিতে উঁকি দেয় একফাঁলি চাঁদ!
সময়ের আস্ফালনে তাহাদের সীমানায় আসে অন্ধকার ।

১৪/১১/১৯