সবুজ গাঁয়ের পাখি আমার
সবুজ গায়ের বরণ
লাল টুকটুক ঠোঁট দু'খানা
কাজল আঁখির ধরণ

তার কন্ঠে বাজে মিষ্টি সুর
ছেতারেতে ওঠে তান
নাচে পাখি ধিনাক ধিনাক
দেখলে জুড়ায় প্রাণ।।

পাখি আমাত হৃদয় খাঁচায়
থাকতে চায়না বন্দী
মনটা আমার উদাস উদাস
পাখি করে সন্ধি।।

সবুজ গাঁয়ের পাখি আমার
আয়রে ঘরে আয়
ভালোবেসে আমরা দুজন
ভাসবো সুখ নায়।

তোরে ছাড়া পাখিরে আমার
জ্বলেরে দুই আঁখি
ও মিষ্টি প্রেমের সবুজ পাখি
দিসনে আমায় ফাঁকি।।

২৫ অক্টোবর ২০১৯