শাহানাজ সুলতানা
ওরা ভেবেছিলো রাতের তিমিরে হত্যা করলে
এই বাংলার মাটি থেকে মুছে যাবে তোমার নাম ।
একটি তর্জনী, একটি বজ্রকণ্ঠ, একটি দেশ
চাইলে কি আর মুছে দেওয়া যায়!!
সাড়যন্ত্র চলছে, জানতে, তোমাকে হত্যা করা হবে
ইচ্ছা করলে পালাতে পারতে
কিন্তু না, তুমি পালালে না তুমি
কারণ, এই দেশ এই মাটি ফুল ফসল ছিলো তোমার হৃদয়
এদেশের মানুষ ছিলো-
তোমার ভাই, বোন, বন্ধু, তোমার ‘বা’ বুকের পাজর।
তুমি বলতে পারতে আমার ভায়েরা
কিন্তু না, তুমি তা কখনোই বলোনি হে মহানুভব
তুমি বলতে-ভাইয়েরা আমার
আহা কি দরদ মাখাই না ছিলো সে সম্মধোন।
সেই তোমারি ভা্ তোমারি বন্ধু, তোমারি সন্তান,
নির্মম ও বর্বরোচিত আক্রমণে ঝাঁপিয়ে পড়লো তোমার বুকে
রক্তে রঞ্জিত করল,ধানমন্ডীর বত্রশি নম্বরের সিঁড়ি
রক্তে ভিজে বিবর্ণ হলো বাংলার ঘাস ফসল ফুল শক্ত মাটি।
কিন্তু মুছে দিতে পারিনি ওরা তোমার নাম।
সোনালি বিভায় ভরা রন্তিম গানের বিনম্র শৃঙ্গারে
নদী মাটি ফুল ফসলে মিশে আছো সর্বত্র
তোমারি কণ্ঠে আওয়াজ তোলে ছাত্রজনতা থেকে শুরু হরে
কৃষক, শ্রমিক,আবাল বৃদ্ধ, বনিতারা।
তোমার সত্তায় মিশে আছে এদেশের বিশকোটি মানুষ,
ওরা তোমাকে হত্যা করেছে ঠিকই,
কিন্তু তুমি মরনি বাংলার প্রাণ পুরুষ।
তুমি মিশে আছ আমাদের অস্তিস্ত্ব জুড়ে ,
তোমার কণ্ঠ, তোমার তর্জনী, তোমার প্রেরণা
তোমার ছবি কথা কয় কবিতায়।
১৫ আগস্ট ২০২০