ভাবছ এ পথ চাওয়া তোমার জন্য
ভুল, ভুল তোমার ভাবনা
যতটুকু না ভালোবেসেছিলাম
তারো চেয়ে ঢের বেশি ঘৃণা করি আজ তোমাকে।
বলবে তবে কেন এ পথ চাওয়া?
তবে শোনো,
প্রবাহমান নদীর মত জীবন থেমে থাকার নয়
তোমার প্রতারণাকে সামনে রেখে-
অবাক বিস্ময়ে ভাবি পিছনে ফেলে আসা সোনালী অতীত,ফিকে বর্তমান আর
ধূসর আগামী।
সুভাসিত অতীতে একদিন যে কাননে ফুটেছিল
বাহারি রঙের ফুল
আজ সে কাননে সহসা ওঠে ঝড়
শাখা ভাঙে প্রশাখা ভাঙে লুটে পড়ে মাটিতে
কষ্টের দাগ মুছে আবার লিকলিকে নতুন পল্লবে
স্নিগ্ধ হেসে দোদুল দুলে ওঠে।
আগমনী ভাবনা বিভোর হয় মন
দুঃখ সুখের দীপাবলিতে হৃদয় ক্যানভাসে আঁকে নতুন ছবি
আবার কাল নাগিনীর ছোবল
বিষের নীল দহনে হয় ক্ষত-বিক্ষত বিবর্ণ
ভেবে ওঠে আঁখিপটে নেতিয়ে যাওয়া প্রলয় সময়।
একদিন যে মন ছুঁয়েছিলে তুমি
কল্পনায় মগ্ন স্বপ্ন ছিলো শুধু তোমাকে ঘিরে।
আজ তোমার প্রতি প্রবল বিরাগ
তবু আজো ভাবনায় আছ তুমি,আর তোমার বন্ধ্যা সময়।
তোমার আজকের শঠতা
তোমার জীবদ্দশা তোমারি শঠতার
তোমার অবজ্ঞার কারণ হবে।
১২ সেপ্টেম্বর ২০১৯