খুব সাধারণ  মেয়ে আমি
অজ গ্রামের এক টানা পড়েন পিতার
সংসারে জন্ম আমার।
ইচ্ছে ছিলো লেহা পড়া শিহে
                       মানুষির মানুষ হবো,
দেশের দশের সিবা করবো।
কিন্তু চাইলে কি আর সব আশা পুরন হয়!
অভাবের তাড়বায় বাপ আমার
বার পারোয়ে তের তে বয়স পড়তিই
বিড়াল যেমন করে ফেলে তেমনি করে
পরের ঘরে পাঠায়ে দিলো।

পুতুল খেলার বয়স আমার
দুই দিন আগেও খেলার সাথী হাসনার সাথে
পুতুল বিয়ে নিয়ে সেকি ঝগড়া টাই না হলো
আর আজ,  আমারে বউ পুতুল সাজায়ে
পাঠানে হলো স্বয়ামীর ঘরে।
তেরতে পা ; এই বয়সে স্বয়ামী সংসার
কিছুতেই মানা সম্ভব না।
কয়েকটা মাস মনের সাথে দন্ধ করে
অবশেষ মনরে বুঝালাম
           পোড়া মন, কি বা আর করবি
তোর কপালে যা লেহা ছিলো তাই হয়ছে
নিয়তিরি মানে নে।

লেহাপড়া শিখতি পারিস নি তাতে কি হয়েছে
তুই লক্ষ্মীবতী বউ 'হ'
তোর আলোয় ঝলমল করুক শ্বশুর কুল।
মন আমার তাই মানে নিলো।
বেশ যাচ্ছিলো দিন,
আমার কোল জুড়ে আইলো চান্দের মত ফুটফুটে সন্তান,
পেছনের সব ভুলে আদর্শ মা হবার চেষ্টা ব্যতি ব্যস্ত
কিন্তু অভাগির কপালে কি আর সুখ সয় কবি !............চলমান