♦ সংবাদ পত্রের শিরোনাম হবার কোন ইচ্ছে আমার নেই,
আমি হতে চাইনা কোন কালজয়ী কবিতা,
না, গল্প কথা উপন্যাসের নাইকা আমায় কোরনা
আমি খুব সাধারণ মেয়ে
আমি তোমাদের কাছে অর্কিড চাই না গোলাপ চাই না
আমাকে দিও একটি ঘাসফুল
অথবা আমের মুকুল, তাতেই আমি খুব খুশী।
সাগর-সমুদ্র কোন কিছুরি আমার নেই প্রয়োজন
ছোট্ট নদী ভদ্রা আমার প্রাণ।
গিরি নন্দিনী ঝর্ণা আমায় স্পর্শ করে না
বুকের ভিতরে বয়ে চলা ঝর্ণাটি
দিবা-নিশি রিনিঝিনি নিক্কন তোলে,
সুর তোলে আপন খেয়ালে
নিকষ রাতের ঝিলমিল তারার সাথে।
আলতা রাঙা পায়ে ছুটে ফেরা আমার বড় ভাল লাগা
খেসারির নীল নোয়ান দিগন্ত, সরষে মনোলভন রুপ
ঝিরিঝিরি ঢেউয়ে বয়ে চলা মরা নদীর রুপলী জল,
ঘন সবুজ বাঁশ ঝাড়, মাঠে মাঠে হরিৎ মেলা
চামর দোলানো কলা পাতা,পথে ফোঁটা বুনো ঘাসফুল
এরাই আমার স্বপ্ন সারথী এরাই আমার প্রাণের সরস।
যুগ হতে যুগ, কাল মহাকাল এদেরি মাঝে
খুঁজে পাবে এই আমাকে। ♦
১৮ ডিসেম্বর ২০১৭
সময় বেলা ১.৩০
এসো আমার গাঁয়ে,