(কবিতা নং-৯৭)
আকাশের দূরত্বটাকে মাটির কাছাকাছি টেনে এনে
সান্ধ্য বিকেল আঁকছে ছবি মেঘের কার্নিশে
গোধূলির রং ছড়িয়ে পশ্চিমাকাশে ঝুলছে সূর্যটা
এই বুঝি দেয় দেয় ডুব
বাতাসে সবুজ সুখ আবেশ ।
দুটি শালিক উড়ে গিয়ে বসলো পলাশের ডালে
কয়েকটি ফড়িং দুলছে ঘাসের ডগায়
একটা গরু নিজের গন্তব্যে যাবার জন্য চঞ্চল
একটু পরেই নিয়ন আলোর ঝলকানিতে সাজবে প্রকৃতি
জানালায় বাজবে মশকের রিংটোন ।
রাতের আকাশে ঝিকমিকিয়ে উঠবে তারকারাজি।
এঁদো ডোবা থেকে বেরিয়ে আসবে ডাহুলের গান
জোনাকি মেয়ের আহ্বানে
এক অপরূপ রুপে সাজবে আমার রুপসী বাংলাদেশ।
১৮ অক্টোবর ২০১৮