ব্যথার প্রতীক হদুল গোলাপ
কষ্ট ভরা নীলে
খয়েরী নাকি বিষণ্ণতার,
মুখ ঘেরা মলিনে।
শোকে ধোয়া কৃষ্ণগোলাপ
লালে ভালোবাসা
সুখ ছোঁয়া সুখ গোলাপীতে
মেটে রে পিপাশা।
পবিত্রতার প্রতিক সাদা
আমরা সবাই জানি
হাজার রঙের হাজার গোলাপ
হাজার ভাবে চিনি।
কোনটা রেখে কোনটা নিবো ---
গোলাপ বাগান ভরা,
তুলতে গিয়েও সাধের গোলাপ
রইলো 'অধরা' ।