মাগো, আজ তোমার জন্মদিন
আজ সূর্যোদয়ের প্রথম আলোয়
যে আলোক রশ্মির  সাথে সাক্ষাৎ ঘটলো
                       তা প্রত্যক্ষ করলাম
দূর্বার ডগায় জমে থাকা  শিশির মেখে
বদ্ধভূমিতে ঘুমিয়ে থাকা শহীদের আত্মা
তাদের নিথর শরীর, দেখলো
-শ্যাম শ্যামল ধরিত্রীর মায়াময় মুখ।

তোমার জন্মদিনে বুকের ছোট্ট আয়তনের সিন্দুকে
জমা পড়েছে হাজারো রঙিন ফুল।
আজ দেখেছি তোমার স্নিগ্ধ হাসি
শীতল রক্ত ছুঁয়ে গেলো স্নিগ্ধ সোনালি সকাল
তেজ্বসী রক্তের উত্তাল উষ্ণতা পেয়েছি আজ।

তোমার জন্মদিনে গিয়েছিলাম শেকড় অনুসন্ধানে-
বধ্যভূমিতে ঘুমিয়ে থাকা আত্মারা  বলল
আর না উঠুক শেখ মুজিবের তর্জনী
ঘরে না ফিরুক মায়ের বুদ্ধিজীবী সন্তানেরা
না ভাঙ্গুক সালাম-রফিক-বরকত এর ঘুম
তাই বলে তোরা তোদের  স্থবিত ভাবিস না।

ওই তেজ দীপ্ত তর্জণী, বুদ্ধিজীবীদের ঘরে না ফেরা
সালাম-রফিক,বরকত-সফিক এর চির নিদ্রা
এসব তোদের মন মননের চালিকা শক্তি,
তোদের উদ্যত কণ্ঠের তর্জন।
তাদের চাপচাপ রক্তে উদ্দীপ্ত লাল সবুজের মাখামাখি
অলকানন্দা ভেসে চলেছে রক্ত নদীর স্রোতে।

প্রজন্ম একাত্তর এর চাতক চোখের পাহারায়  প্রতিনিয়ত তেজ্বদীপ্ত যৌবন প্রাপ্ত হাঁড়গুলোয়
অপ্রতিরোধ্য ধারায় হয়ে ওঠে দুরন্ত দুর্বার।




১৬ ডিসেম্বর  ২০১৮
.
.