ব্যস্ত শহর ব্যস্ত নগর
ব্যস্ত গাঁয়ের পাড়া
কিশোরী প্রেম জেগেছে
পড়েছে তার সাড়া।
আকাশ বাতাস সাগর পাহাড়
করছে কানাকানি
সূর্য যখন ওঠেরে ভাই
হয় রে জানাজানি।
ঘাস ফুলের প্রেমে জমেছে
প্রজাপতির সনে
দূর আকাশের তারাগুলো
কাঁপছে অনুরণে।
নবীন প্রেম প্রবীন প্রেম
প্রেমের লুটোপুটি
চলো আমরা ফুল বোটায়
ফুল হয়ে ফুটি।
আমাদের প্রেম শ্রেষ্ঠ প্রেম
জানুক বিশ্বধরা
করিলে প্রেম প্রেমের মত
জলে ডোবেনা মরা।
প্রেম যমুনার জলের বুকে
আমরা শঙ্খ চিল
সবুজ বনের সবুজ টিয়া
যুগের প্রেম ফসিল।
২২ জুন ২০১৮