ওরা পথের শিশু ওরাও মানুষ, ওরা থাক
ওদেরও মন চাই ঈদে একটি নতুন পোশাক।
যারা পায় তারা চায় আরো চায়, ভরে না মন,
ওরা গরিব, জোটে না ভাত, চোখে জল ঝরে সারাক্ষণ।
বিধাতার সৃষ্টি ওরাও কি দোষ ওদের বলো ভাই
আমাদের অনেক আছে ওদের কেন নাই কিছু নাই?
কেন দয়া হয় না ওদের প্রতি পারি না দিতে একটি পোষাক?
ওরাও তো কণ্ঠ মিলায় বলে ঈদ মোবারক, ঈদ মোবারক।