পরিচয়ে আমি বাঙালি, বাংলা আমার বচন
এ বাংলার শ্যামল সবুজে জুড়ায় দেহ মন।
এখানে নদী টলমল মোহনায় করে খেলা
হরিতের সাথে মিশে কেটে যায়  বেলা।

পরিচয়ে আমি বাঙালি, বাংলা আমার প্রাণ ভোরের পাখির কণ্ঠে উঠে মধুর কলতান।
এখনে বাউল গেয়ে যায় গান উল্লাসে
তন্বী মেয়ের দোপাট্টা বাতাসে যায় ভেসে।

পরিচয়ে আমি বাঙালি, বাংলায় পথ চলা
ফুলের সাথে পাখির সাথে, কথা বলা।
কচি ধান, সবুজ পাতা বাওরা বাতাস দোল
মধুর চেয়েও মধুর আমার মায়ের কোল।

পরিচয়ে আমি বাঙালি, বাংলা আমার আশা
কোথাও পাবে এমন মত মধুর মিষ্টি ভাষা।
নিটল প্রেমের বাঁধনে আছে মিলে মিশে
এখানে কৃষাণ সোনালি ধানের শিষে শিষে।

পরিচয়ে আমি বাঙালি, বাংলা আমার গর্ব
রাখব আমি বাংলার মান দেবনা হতে খর্ব।
জানতে চাও আমার এত অহঙ্কার কিসে
শহীদ ভাইয়ের রক্ত আমরা আছি মিশে।

পরিচয়ে আমি বাঙালি, উঁচ্চ করি শির
বাংলা মায়ের দামাল আমি বাংলার বীর।
শেখ মুজিবের একটি কণ্ঠ হাজার কণ্ঠস্বর
বাঙালি হৃদে আশা  শক্তি মুক্তির পারাবার।