ভেবোনা আজ আমি বারবার ফিরছি বলে কালও ফিরবো!
ভালোবাসার মিথ্যে স্বপ্ন দেখিয়ে
ঘৃণা আর অবহেলায় ভরে দিলে জীবন
একদিন বুঝবে কি ভুলটাই না তুমি করেছ।
রূপ সৌন্দর্য, অর্থ প্রতিপত্তি
সবার কি আর সমান থাকে, থাকে না।
তাছাড়া প্রতিপত্ত, সৌন্দর্য, তারুণ্য উচ্ছলতা
এসব কিছু দেখনি বা দেখতে যাইনি আমরা!
যা দেখেছিলাম তা হলো সুন্দর সরল মন
তবে আজ কেন উঠালে সে কথা?
প্রয়োজন বুঝি ফুরিয়ে গেছে
তাই আজ অগৌর
কিসের এতো অহংকার তোমার?
আয়নার সামনে দাঁডিয়েছ কখনো?
দেখেছ নিজ রূপ -যৌবন কালিমাময়!
তোমার মিথ্যা প্রতিশ্রুতির খানখান হৃদয় নিয়ে
নির্জনতার সাথে আজ গড়েছি বাসর।
সমায়ের অপেক্ষা, তোমারও আসবে বৈরী সময়
তখন কেউ থাকবেনা তোমার পাশে
দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাসে হবে জীবন বিশাদময়।
এই আমাকেই খুঁজে ফিরবে চারপাশ ঘিরে
বুকের বা পাশে রাখবে হাত,
ব্যথা উঠবে চিনচিন সেইখানে,
যেখানে অসীম উৎকণ্ঠায় আমাকে দিয়েছিলে ঠাই।
কাঁদতে চাইবে কিন্তু অশ্রু থাকবে না চোখে
হাড় পাজর নিঃসঙ্গতায় ছেয়ে যাবে !
উদাস দৃষ্টি থাকবে আকাশ থেকে আকাশে।
২৮ আগস্ট ২০১৯