কতদিন,কতদিন খুলিনা সদর দ্বার
দেখিনা সবুজ ক্ষেত ঢেউ দোলা স্রোতস্বিনী,
মাখিনা গায় নির্মল বাতাস।
লক ডাউন, হোম কোয়ারেন্টাইন
আইয়ালোশন ভেন্ডিলেটর এ কাটছে নিশি-দিন,
কথা হয় চাঁদ পূর্ণিমায়।
এখনো বেঁচে আছি ক্রান্তিকালের এ মহামারি যুদ্ধে,
বহুদেশ হয়ে সে এখন আমার দেশের বাতাসে
শোনা যায় অসহায় মানুষের করুণ আর্তনাদ,
কানে বাজে স্বজন হারানোর বিলাপ ধ্বনি,
শুনতে পাচ্ছি রোনাজারি ক্ষুধিতের-
থেমে যাবে যুদ্ধ জয় হবে মানবিকতার।
যদি বেঁচে থাকি এ যুদ্ধে আবার হবে দেখা
কত অচেনা পথ হয়েছে চেনা
কত পথ সাক্ষী আমাদের অনু-কল্প,অনু-কল্পা প্রনয়ের।
দক্ষিণের জানালায় উঁকি দেবে
হাস্নাহেনা, শিউলি মাধুবী আর ভাঁটফুলের সুঘ্রাণ।
যদি এ যুদ্ধে বেঁচে থাকি-
নিগুঢ় অন্ধকারে অসীম আকাশের নীচে হাঁটিহাঁটই পা
হাজারো না বলা কথার গাঁথায় মালা
সেই সব অচেনায় আবার ছুটবে নভোযান
চেনা হবে আরো আরো অচেনা আঁকাবাঁকা কত পথ।
যদি কেউ মরে যাই
যুদ্ধের শেষে খুঁজে নিয়ে সমাধি
নীরবে মুছে জল দেবো তাতে দুটি ফুল।
বুকের সমস্ত প্রেম ঢেলে দিতে উন্মত্ত হবে
অশান্ত পৃথিবীর শত মানব মানবী।
জানাবে প্রনয়ের শেষ পরিনতি
যেনো কতো সহস্র বছর পর হয়েছিলো দেখা উহাদের ।
সেই সব, সেই সব পথেরা
অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত হবে
ওরা বেঁচে রবে, আমাদের অসমাপ্ত কবিতায়।
১৫ এপ্রিল২০২০