সময়ের দোলাচলে অস্ফুট ভালোবাসা
মনের মনিকোঠায় জ্বলে ওঠে জ্বলজ্বলে তারা হয়ে।
ঋণীরে পাল্লাটা হয়ে ওঠে ভারি।
রোদেলা স্বপ্ন সকাল বাঁধে ভালোবাসার অটুট বন্ধনে
হেসে ওঠে স্নিগ্ধ বিকেল সরষে ফুলের হাসিতে।
খুলে যায় চুয়াল্লিশ বছর ধরে বন্ধ থাকা সকল জানালা,
স্নিগ্ধ আলোয় উসভাসিত হয়ে বয়ে চলে তরনী।
ওরা বলে ভয় নেই আমরা রয়েছি দাঁড়িয়ে সদর দরজায়
হয়ে তোমার অতন্দ্র প্রহরী।
বেদনার যত শির রয়েছে বেঁচে ধরণী পারে
সব শির হবে নত মাগো তোমার পায়ে।
নয় এ কবিতা,গল্প উপন্যাসের রচিত কথা
প্রমান করে দেবো এ শুধুই বাস্তব
এ শ্রবণ বর্ষনে তারায় তারায় ক্ষচিত আকাশ
অন্ধকার নয়, আলো আলোকিতো আজ তোমার চারদিক।,
হয়েছে শেষ দুঃখের পাহাড়ে গড়া সব ঋণ।
বর্ষন মুখরিত কলতানের মাঝে দাঁড়িয়ে বলছি অস্পস্ট স্বরে ওরা বলে
বয়ে যাও শত আঘাত সয়ে
সময় সারণী তরণীর মাঝি ,শুভ হোক, শুভ হোক তোমার জন্মদিন।