আসবে ভেবে অধীর আগ্রহে অপেক্ষয় ছিলাম
একটু একটু করে বয়ে যেতে থাকে সময়
অপেক্ষার প্রহর দিগুণ বাড়ে
এই বুঝি এলে তুমি, এই বুঝি এলে
আবির রাঙা মেঘ ছুঁয়ে নেমে এলো সন্ধ্যা।
ধীরে ধীরে আঁধার নেমে এলো ধরায়।
আশার আলো ক্ষীণ হলো
বুঝে নিলাম তুমি আর আসবে না।
হয়তো আমার আমন্ত্রণকে হেয়ালি ভেবেছিলে
তাই হয়তো আসবে বলেও আসোনি
নাকি অন্য কোন কারণছিল, কি-জানি কী ছিলো
অত ভেবে কী লাভ!
তুমি আসোনি এটাই বাস্তব এটাই সত্য।
২৭ আগস্ট ২০১৯