নিমন্ত্রণ
শাহানাজ সুলতানা
এসো ভ্রমর আমার বাড়ি
সন্ধ্যা প্রদীপ জ্বেলে
ঝিকিমিকি তারার মেলা
দেখো নয়ন মেলে।
চাঁপা ফুলের সুবাস দেবো
শিউলি ফুলের হাসি
শ্যামল ছায়ার কোমলতায়
শুধু ভালোবাসাবাসি।
তুমি আমি দুজন মিলে
কুড়াবো ঝরা বকুল
ভাসব আমরা ডিঙি নায়ে
নদীর এ কূল ও কূল।
ভোরের শিশির মেখে নিও
তোমার নাঙ্গা পায়
মায়ের মমতা খুঁজে পাবে
আসলে আমার গাঁয়ে।
এখানে পাবে চাঁদ জোছনা
স্নিগ্ধ জোয়ার বান
হাজার ফুলের গন্ধে গন্ধে
মন হবে চনমন।
শুনতে পাবে ঝিঁঝিঁদের ঝিমে
রাখালিয়া বাঁশি
প্রাণ জুড়াবে দেখে দেখে
বাংলা মায়ের হাসি।
সবুজ সবুজে পা ধোয়াবে
সোনালি পাঠ ধান
প্রাণ জুড়াবে বন্ধু তোমার
ভাটিয়ালী গান।
গামছা ছেকে মাছ ধরবে
গাঁয়েরা ছেলে সবে
কাজল দীঘির কালো জলে
পদ্ম ফুটে রবে।
শাপলা ফোটা ঝিলের জলে
ঝলমলাবে চাঁদ
গোল্লাছুট ডাংগুলি খেলে
করবে বাজিমাত।