বেশ কদিন হয় অসুস্থতায় পড়ে আছি বিছানায়
কথা বলতে ভীষণ কষ্ট অনুভব করছি,
সূর্য কিংবা বৈদ্যুতিক আলো উভায়-ই অস্বস্তিকর লাগছে।
ঘুমহীন, তবু আলো সহ্য না হওয়ায় চোখের পাতা বন্ধ করে রেখেছি।
শান্ত বিকেলের একরাশ শিরশিরে হাওয়া
ঘনো সবুজের বুক চিরে কঙ্কনের রিনিঝিনি শব্দে
চোখের পাতায় চুমু এঁকে বলল, চোখ খোল
আর কত চোখ ঠাসা দিয়ে পড়ে থাকবি ?
গোধূলি রাঙ্গা আকাশ আমার বরাবরই পছন্দের
অনেক কষ্টে চোখ মেলে তাকালাম আকাশ পানে
আবির ছড়ানো আকাশ কিছু বলতে চাইলো,
চোখ মেলে থাকতে না পারায় বুঝতে পারলাম না।
সন্ধ্যা ঘুরে বৈদ্যুতিক আলো ঝলমল করে উঠেছে
আমি একই ভাবে চোখ বন্ধ করে পড়ে আছি।
আস্তে আস্তে ঘড়ির কাঁটা ঠেকেছে রাত ১১ টায়
দিনে পেরিয়ে নিভে গেছে ঘরের বৈদ্যুতিক আলোও
জানালার গ্রিল গোলে নাকে প্রবেশ করছে শিউলি,মাধুবির সুমিষ্ট সুবাস।
এক মুঠো উষ্ণতায় আবিষ্ট হয়ে রুপোলী চাঁদ
অধীর অপেক্ষায় কেয়া-কামিনী-কদমের সাথে
জোছনার অলকানন্দায় ভেসে
বৃষ্টি মুখরিত প্রান্তরে নিমজ্জমান শূন্যতায় ডুবে
ঘাস জলের মিতালীতে ওরা স্বতঃস্ফূর্ত বলে ওঠে জন্মদিন শুভ জন্মদিন।
১৭/০৭/২০২২