মেহেদী পাতা জীবন
এস সুলতানা

অনাদি কাল দুটি চোখ ছিলো
চাতক তৃষ্ণায় তৃষিত
সে দুটি চোখ এখন  
মৃত মাছের চোখ হয়ে গেছে
যেমন যাচ্ছিল জীবন
চলেই তো যাচ্ছিল
কেন শিশির হয়ে এসে প্রেম শিখিয়
প্রখর সূর্যতাপে উধাও হলে
এ ঘৃণীত জীবন উপহার দিয়ে?

একাকী এই আমি
যে তোমাতে খুঁজেছিলাম একবিন্দু
কামুক পৃথিবীতে
তুমিও নাম লিখালে ওদের দলে
বিষ ভার বুকে নিয়ে আজ বয়ে চলা।

যে আকাশে সূর্য ওঠে না
চাঁদ হাসে না
তারাদের দেখা নেই বহুকাল
যে নদীতে নেই কোন ঢেউ
যে জির্ণশির্ণ মৃত প্রাণ
যেখানে গাছের শাখা
দোলেনা মৃদু বাতাসে
ফোটে না ফুল
সেখানে বুনো ভ্রমরের গুঞ্জরণ
আজ বড় অসহ্যময়।

১৫ এপ্রিল ২০১৮