মা ও মাটির কাছে শুনেছি মানবতার গল্প
সে শিখিয়েছে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টন
একটি ফুলের একটি বৃন্ত
অথচ যে দিকে চোখ তুলে তাকাই
সেদিকেই দেখি মানবতা মুখ থুবড়ে পড়ে আছে।
কবিতার পৃথিবীতে বারবার রক্তের স্নান করে মানবতা
কেউ মুসলিম মারতে ব্যতিব্যস্ত, কেউ বা হিন্দু
কেউ বৌদ্ধের রক্তে খেলছে হলি,কেউ না খ্রিষ্টানের রক্তে আঁকছে আল্পনা।
নিস্তব্ধ রাত্রি পাজর জুড়ে বাজে বেদনার ছেতার
ঝরা পাতার মর্মর শব্দে শুনশান মৃদু বাতাসটা এসে কানে কানে জানান দেয়
এ কোন হিংস্রতার খেলায় উন্মত্ত মানুষ?
এ কেমন রাক্ষুসে ক্ষুধা!
কেউ একজন হারিয়ে গেছে; হতে পারে সে স্বজন অথবা দুর্জন
তার সব চেয়ে বড় পরিচরিচয় সে মানুষ।
এ যুদ্ধ আর কতদিন, আর কতকাল চলবে?
কত রক্তের রঙে রাঙালে তোমায় শান্ত হবে তুমি-
হে আমার প্রিয় মৃত্তিকা?
একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে প্রশ্ন রেখে যায় বিংশ শতাব্দীর প্রজন্মেরা।
শাশ্বত কবিতার পৃথিবী উড়ায় শান্তির কপত
রক্তের জলে স্নান করে পুতপবিত্র হবার আহ্বানে।
১৩ আগস্ট ২০১৮