কবিতা
-হুম
-দেখেছো?
-কি?
-নারকেলের পাতার ফাক গলে কি সুন্দর চাঁদ উঠেছে,
চলো।
-কোথায়?
- পুকুর পাড়ে,
-পুকুর পাড়ে, কিন্তু কেন?
-আজ তোমার হাতে হাত রেখে
পুকুরের কাছ জলে
দেখবো চাঁদের ট্রাপিজি।
- তা হয় না ।
-হয় না?  কেন, হয় না।
-সব কেনর উত্তর দেওয়া যায় না।
তুমি চলে যাও শিশির।
-কবিতা, এখনো অভিমান করে আছ আমার উপর?
- অভিমান! কিসের অভিমান?
অধিকার যেখানে অবাঞ্জনীয়, সেখানে অবাঞ্জিত অভিমান করবো আমি?
- কবিতা,
- হাত ছাড় শিশির
-যদি না ছাড়ি?
-,তুমি  জানোনা
বিন্দু বিন্দু শিশির  জমে জমে
এ হৃদয় কঠিন শিলায় পরিনত হয়েছে।
-শিলাও কিন্তু তাপে গলে যায় কবিতা।
-জানি গলে যায়,
-তবে আর দূরে থাকা কেন,
এসো এ বুকে মাথা রাখো
তোমার সব সুখ যে খানে।
- ছিলো শিশির, আমার সব সুখ ওখানেই ছিলো এখন নেই,
তুমি এখন অন্য ফুলের ভ্রমর
ওখানে এখন শুধুই মাংশের গন্ধ।
-কবিতা!
-শিশির অই চাঁদ তার ভেজা আলোয় এই ধরণীকে বাঁধে মায়া বাহুডোরে
কিন্তু ওর নিজের কোন আলো নেই
তাই ও দিনে হারিয়ে যায়
-রাতে তো জাগে
আর সে আলোর লীলায়  আসে অভিসার
চলো কবিতা এ মধু রাতে হারাই অভিসারে।
- হা হা হা
-এই কি হলো, পাগল হলে নাকি?
অমন করে হাসলে সবাই শুনতে পাবে।
-শুনুক এই পৃথিবী,জানুক এই আকাশ বাতাস বৃক্ষরাজী এক.....
উঃ মাগো
- কি হলো?
-তেলাপোক,
- ধন্যবাদ তেলাপোকাটাকে
-মানে?
-এমন মায়াঘন রাতে
ও তোমাকে আমার বুকে এনে দিয়েছিস।

৩০.মার্চ ২০১৮
সময় রাত ১০.১৬



-