🤲''রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা'🤲
মাগো আমি তোমার সব সন্তান থেকে
একটু ব্যতিক্রম বলে
আমাকে ঘিরে তোমার ভাবনার অন্ত ছিল না
এই ভাবনার জন্য তোমাকে কত বকেছি।
আজ আমি মা-
আমি আজ আমার সন্তানদের ভাবনা হই বিভোর
এখন বুঝি কেন তুমি
অমন করে ভাবনায় থাকতে ডুবে।
সংসার নামক মায়াজালে জীবন পড়েছে বাঁধা
তবু তুমি এখনো ঠিক তেমনি করেই ভাবো।
জানো মা, থেকে থেকে খুব ইচ্ছে করে
সেই ছোট্ট বেলার মত
তোমার কোলে শুয়ে শান্তিতে ঘুমাতে,
তোমার হাতের মাখা ভাতের তৃপ্তি নিতে
মাগো তুমি ঘরে এলে যেমন মা মা গন্ধ আসে
তেমনি নাকি আমার সন্তানেরাও
মা মা গন্ধ পায়
মায়েরদের গায়ে বুঝি এমনি গন্ধ ভাসে!!
যেমন করে বাতাসের কাছে জেনেনিতাম
তোমার আসার খবর
ওরাও নাকি তেমনি করেই জানে।
মায়ের অমৃত সুধা পানে সন্তান হয় জীবন্ত।
মায়ের পবিত্র আঙুল স্পর্শে সন্তানের পথচলা।
মা পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ দান,
মাগো তুমি মমতাময়ী তুমি ক্ষমাময়ী
এখনো আমার ব্যধিতে তোমার চোখ জলে ভাসে
জায়নামাজে আল্লাহর কাছে তোলো দুটি হাত
এই করোনা মহামারিতে তুমি বারবার দাও ফোন
সাবধান করো বারংবার
যখন তখন যেন এদিক ওদিক না দেই যেন ছুট।
মা, মাগো পরম আরাধ্য তুমি মা
আমার যতো অপরাধ ক্ষমা করে দিও।
জানো মা প্রতিদিনের মতো
আজও তোমায় খুব মনে পড়ছে ।
তোমার ভিজা আঁচলের শীতল পরশে
হৃদয় জুড়াতে খুব উচ্ছে করছে
কবে এ মহামারি থেকে পাব ত্রাণ
কবে যাবো তোমার কাছে মা!!
শাহানাজ