মিষ্টি ভোর শুনি পাক-পাখিদের কলতান
ওদের কণ্ঠে জয়ধ্বনি জীবনের জয়গান।
দূর আকাশে উড়ে যায় সাদা মেঘের ভেলা
জীবনের সাথে দুঃখ –সুখ নিত্য করে খেলা।
এরই মাঝে শীতল বাতাসে মন হয় মাত
চিত্য সুখে নিত্য করে হাওয়ায় উড়ায় পাল।

৮ ফেব্রুয়ারি ২০২০