‘মা’ বলেন,
আমি নাকি ভিতুর ডিম,
আমি বলি না না ‘মা’
তোমার খোকা লিটিল ভীম।
ভাবছ আমি ছোট্ট খোকা
গায়ে আমার শক্তি নাই?
বাতাস আসার আগেই বুঝি
অনেক দূরে উড়েই যাই।
এ্সো তবে কুস্তি ধরে
শক্তি দেখা যাক
এক ঘুষিতে ফাটিয়ে দেব
সবার নাক।
কি হলো ভয় পেয়েছ
তাই বুঝি পালিয়ে যাও?
মিছে তুমি ভয় পেওনা
এসো আমার বন্ধু হও।
এই,এই দেখো ‘মা’
তোমার খোকা ভিতু নয়
শত্রু এলেই লড়ব এমন
করব আমি বিশ্ব জয়।
শাহানাজ সুলতানা
৬ জুলাই ২০১৫