রেখেছি পা, করেছি দর্শন
তোমার তির্থভূমি
হে কবি মাইকেল মধুসুদন।
কেটেছে ঘুরে ঘুরে কিছুটাক্ষণ
শীতল ছায়ায় জুড়িয়েছি দেহ-মন।
কোন কুক্ষণে গিয়েছিলে বিদেশ বিভূঁই
ছেড়ে তুমি এ সোনা মাটি ভূঁই?
করিতে দর্শন ভরে গেলো প্রাণ
কবিতা রসে যেথা ভরা সুঘ্রাণ।
কপোতাক্ষের জলে দুদণ্ড ভিজায়েছি পা
সে আঁকা-বাঁকা বয়ে গেছে গাঁ থেকে গাঁ,
হীরা চুনি পান্না নয় তারও চেয়ে দামি
ছোট নদের প্রেমে পড়েছি গো আমি।
কি যে মোহন মায়া,নদী- দু'ধারে
কি করে ফিরাবো পোড়া মনটারে।
দেখছি শান্ত নদের কাজল আঁখিনীর
ওপারে লোভাতুর শ্যামল গ্রাম নয়নাধির।
দেখেছি প্রাচিন পুকুর জল
লাল শাপলার হাসি
নিগুঢ় ভালোবাসা যেথা রাশি রাশি।
ঘাটে বাঁধা ছোট নাও
ছোট ছোট ঢেউয়ে দুলে
পড়িছে কপোতাক্ষের পাড়ে
জলে জলে উছলে।
এ প্রেম ছেড়ে কে
যায় গো গয়া-কাশি?
ভালোবাসি ভালোবাসি
এ কালো গ্রাম বড় ভালোবাসি।
২০ জুন ৩০১৮
সাগরদাঁড়ী কপোতাক্ষের তীরে